দৈনিক প্রবাহবার্তা ডেস্ক : ১৯৭৭ সালে ১৫ই মে পাবনা জেলার অন্তর্গত ফরিদপুর উপজেলার মৃধাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। জনাব ওবায়দুল হক বনওয়ারিনগর মডেল সরকারি প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে বনওয়ারিনগর সি.বি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে পাঁচ বিষয়ে লিটার সহ স্টার মার্কস নিয়ে কৃতিত্বের সাথে সেন্টার ফাস্ট হন। অতঃপর বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে তিন বিষয়ে লিটার সহ স্টার মার্কস নিয়ে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন এবং পরবর্তীতে জনাব ওবায়দুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৫-৯৬ সেশনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। অতঃপর তিনি মাস্টার ডিগ্রি শেষে প্রথম চাকরি হিসেবে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনডিপি এর অধীনে আর্সেনিক এবং মিটিগেশন প্রজেক্টে কিছুদিন কাজ করেন এছারাও তিনি ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং এ কয়েক বছর কাজ করেন এছাড়াও আরো কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু আইন পেশার প্রতি প্রবল আগ্রহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মেট্রোপলিস আইডিয়াল কলেজ থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন এবং এছাড়াও তিনি বাংলাদেশ- ভারত দিপাক্ষিক সম্পর্ক বিষয়ক গবেষণার মাধ্যমে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। জনাব ওবায়দুল হক ঢাকা জজ কোর্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য ও অ্যাডভোকেট। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে যেমন ধানমন্ডি ঈদগা মসজিদ, ঢাকা পরিচালনা কমিটির সদস্য সূর্য তরুণ ক্রিকেট ক্লাবের আইন সম্পাদক ফরিদপুর উপজেলা নাগরিক কমিটির উপদেষ্টা এবং এডুকেশন ওয়াচের আইন উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিকভাবে তিনি পাবনা জেলার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রাথমিক সদস্য হিসেবে নিয়োজিত আছেন এবং সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ কৃষক লীগ। জনাব ওবায়দুল হক ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য প্রতিষ্ঠান দি অনারেবল সোসাইটি অফ লিংকনস ইন থেকে ২০২৪ সালে কল টু দা বারের মাধ্যমে ব্যারিস্টার -এট- ল ডিগ্রী অর্জন করেন।