রাসেল আহমেদ ফ্রান্স থেকে : প্যারিস সম্মিলিত কিছু ফ্যামিলির উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।ফ্রান্সের রাজধানী প্যারিসের মেট্রো হোসে বাংলাদেশি একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রবাসের মাটিতে বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মাঝে বাংলা কৃষ্টি কালচার যেন লালন করতে পারে এই উদ্দেশ্যে এই পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই বাংলার দেশীয় খাবারের দিয়ে মধ্যভজন করা হয় অনুষ্ঠানে আসা অতিথিদের। পরের দেশীয় প্রায় সব রকম পিঠা প্রদর্শন করা হয়। এক এক ফ্যামিলি এক এক ধরনের পিঠা বানিয়ে অনুষ্ঠানে নিয়ে আসে। যার মধ্যে ছিল পাটি শাপলা, বাপা পিঠা, আন্দেস পিঠা, চিতল পিঠা, ফুল পিঠা, নকশী পিঠা, মেরা পিঠা, জাল পিঠা, পুলি পিঠা, নারিকেল পিঠা, দই পিঠা, মালাই পিঠা সহ আরো বিভিন্ন রকমের পিঠার সমরহ ছিল। এছাড়ো বাচ্চাদের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা মহিলাদের জন্য ছিল কুইজ প্রতিযোগিতা।অনুষ্ঠানে আসা অতিথিরা বলেন প্রবাসের মাটিতে এই ধরনের অনুষ্ঠান মানুষের মনকে সতেজ রাখতে পালন করে। এছাড়াও এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি মিলন মেলার পরিণত হয় যার ফলে এক অপরের সাথে দেখা হওয়ার সুযোগ সৃষ্টি হয়। তাছাড়া বাচ্চাদেরও একটি বিনোদনের ব্যবস্থা তৈরি হয়। পরে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান অনুষ্ঠানে আসা সকল। পরে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে গানে মেতেছিল সবাই।