প্রবাহবার্তা প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের একদল শিক্ষার্থীর সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সোমবার মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রাত একটার দিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
শিক্ষার্থীরা দাবি করছেন, ঢাকা কলেজের নর্থ হলের দুই শিক্ষার্থী সোমবার রাত ৯টার দিকে নিউ সুপার মার্কেটে কেনাকাটা করতে যান। ওই সময়ে দরদাম নিয়ে তর্কতর্কি হয়। এক পর্যায়ে দোকান কর্মচারী ওই দুই শিক্ষার্থীকে ছুরি দিয়ে আঘাত করেন। ঘটনাটি ক্যাম্পাসে জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত ১২টার দিকে হোস্টেলের শত শত শিক্ষার্থী কলেজের সামনের রাস্তা অবরোধ করে রাখেন। এক পর্যায়ে তারা আশপাশের মার্কেটের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তখন দোকান কর্মচারীরাও তাদের লাঠি দিয়ে ধাওয়া দেন। ওই ঘটনার জেরে মধ্যরাতেও নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে সড়কগুলোতে যানজট দেখা দেয়। এক পর্যায়ে পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে থাকে। পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেলও নিক্ষেপ করে। এর আগে সেখানে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
নূরজাহান মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, রাত ১২টার দিকে তারা দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময়ে শিক্ষার্থীরা ইট ছুড়তে থাকেন। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা চলছে।
পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ গনমাধ্যমকে বলেন, রাত একটার দিকে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন কেনাকাটার সময়ে দরদাম নিয়ে দুই শিক্ষার্থীর সঙ্গে প্রথম এক দোকানির ঝামেলা হয়। এর জেরে পরে সংঘর্ষ হয়। পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে ঘটনার বিস্তারিত জানা যাবে।