প্রবাহবার্তা ডেস্ক : মহান মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী আপন চার ভাই মোকারম হোসেন মুকুল,মনসুর হোসেন মজনু,মোশতাক হোসেন অনজু,মোশারফ হোসেন রনজু এবং তাদের ভগ্নিপতি ইউসুফ আলীর ৫০ তম শাহাদৎবার্ষিকী পালন উপলক্ষে ১২ ডিসেম্বর ২০২১ শহিদদের বড় ভাই প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) এম মোজাম্মেল হোসেন এর প্রতিষ্ঠিত সাভার,হোসেননগর,ইপিজেড লিং রোডে অবস্থিত বাইতুল মোজাম্মেল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল।
উল্লেখ্য ৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে গিয়ে দেশের জন্য শাহাদৎ বরণ করেন তাঁরা । ৯ ডিসেম্বর মোশতাক হোসেন অনজু,মোশারফ হোসেন রনজু,রুপগঞ্জে এক সম্মুখ সমরে শহীদ হন । অন্যরা রণাঙ্গন থেকে গোপনে বৃদ্ধ পিতা-মাতার সঙ্গে দেখা করতে ঢাকায় ফিরলে ১২ ডিসেম্বর মগবাজার থেকে পাক হানাদার বহিনীরা ধরে নিয়ে গিয়ে নিমর্মভাবে হত্যা করে । পরিবারের পক্ষ থেকে শহীদদের আত্নার শান্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন ।