শিরিন উদ্দিন ইতালি ব্যুরো চীফ : গত শনিবার ১০ জুন ইটালির রভিগো’ প্রদেশের সমুদ্র সৈকত সংলগ্ন একটি নয়নাভিরাম খামারবাড়ি রেস্টুরেন্ট ‘Ultima Spiaggia’ তে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক পুলিশ এসোসিয়েশন (IPA) এর ভেনেতো রিজিওনাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এই মিলনমেলায় ভেনেতো রিজিওনের ভেনিস, পাদোভা, বেল্লোনো ও রভিগো প্রদেশের আইপিএ কর্মকর্তা ও সদস্যগন অংশগ্রহণ করেন। ভেনিস থেকে দুজন বাংলাদেশী আইপিএ সদস্য সাংবাদিক মেসবাহ উদ্দিন আলাল ও আনোয়ারুল ইসলাম ভূইয়া উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রেহান উদ্দিন দুলাল। আলোচনা পর্ব শেষে সকলে বৈচিত্র্যময় সামুদ্রিক মাছের প্রাধান্য এক ভোজসভায় মিলিত হনবাধভাঙ্গা আনন্দ উচ্ছ্বাস আর মিউজিক পর্ব শেষে সকলে লটারিতে অংশ নেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইপিএ ইতালির রিজিওনাল প্রেসিডেন্ট মি. দিয়েগো ত্রলেসে, লোকাল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মি. ভিটো সিন্ডাকো, ভাইস প্রেসিডেন্ট বারতোলমেও ফিনি, সাবেক কর পুলিশ লেফটেন্যান্ট মনাকো ভিঞ্চেঞ্ছো ও সাবেক কর পুলিশ মার্শাল কানেটা ইভো প্রমুখ। উপস্থিত আইপিএ কর্মকর্তা ও সদস্যবৃন্দ সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে বিশ্বময় ঐক্য শান্তি সমৃদ্ধিকল্পে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত “আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশন” ইউরোপ, আমেরিকা, ইউনেস্কো এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল কর্তৃক বিশেষ মর্যাদাপ্রাপ্ত একটি এনজিও। বিশ্বের ৬৫টি দেশে এর শাখা রয়েছে।