প্রবাহবার্তা বিশেষ প্রতিবেদন : এইচএসসি (বিএম) প্রতিষ্ঠান এমপিওভুক্তিতে প্রকৃত চিত্র- ৩৮ টি জেলার ৯৫ টি উপজেলায় ১২৩ টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়, কিন্তু এমপিও তালিকায় ২০০ টি প্রতিষ্ঠান উল্লেখ করা হয়। এসএসসি(ভোকঃ) ৩৬ টি জেলার ৬০ উপজেলায় ৭০ টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়, কিন্তু তালিকায় ৯৭ টি প্রতিষ্ঠান উল্লেখ করা হয়। তদ্রুপ কৃষি ডিপ্লোমা ০২ জেলার ০২ উপজেলায় ০২ টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মোট এমপিও ভুক্ত করা হয় – ১৯৫ টি। কিন্তু অদৃশ্য শক্তির কারিশিমায় এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠান দেখানো হয়- ২৯৯ টি। ২৬ জেলায় এবং ৩৬৪ উপজেলায় কোন কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায় স্থান পায়নি। বর্তমান সরকারের বিশেষ অগ্রাধিকার কর্মসূচীতে কারিগরি শিক্ষার ব্যাপক গুরুত্বারোপের উল্লেখ করা হলেও সদ্য ঘোষিত এমপিওভুক্তিতে কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা দেখলেই তা সহজে অনুমেয় হয় যে কারিগরি সেক্টরে দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ সুকৌশলে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে কিভাব প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ ব্যাপারে বাংলাদেশ কারিগরি (বিএম) কলেজ অধ্যক্ষ সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন -এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা থাকার পরও যে সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকঃ, বিএম ও কৃষি ডিপ্লোমা) এমপিও তালিকায় স্থান পায়নি, সে সকল প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, এমপিও আবেদনের কপি ও মোবাইল নম্বর আমাদের ই-মেইলে প্রেরণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হতাশা নয়, অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ” বাংলাদেশ কারিগরি (বিএম) কলেজ অধ্যক্ষ সমিতি” আপনাদের পাশে আছে। এবিষয়ে জানতে চাওয়া হলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভূঞা মহাসচিব বাংলাদেশ বেসরকারি কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট এসোসিয়েশন,ঢাকা বলেন আমাদের কৃষি ডিপ্লোমার সকল নিয়ম মেনে পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হবার যোগ্যতা থাকার পর ও অদৃশ্য কারণে মাত্র দুইটি প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা হয়েছে । এটা খুবই দুঃখজনক । বিএম ও কৃৃৃৃষির দুই নেতাই বলেন বর্তমান শিক্ষা বান্ধব সরকারকে বির্তকিত করতেই প্রশাসনে লুকিয়ে থাকা কিছু কর্মকর্তা শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে সরকারের ভিশন কারিগরি শিক্ষার অগ্রধিকারকে দমিয়ে রাখার প্রয়াস চালাচ্ছে । আমরা অনতিবিলম্ভে এমপিও নীতিমালায় কাম্য যোগ্যতা সম্পন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক চিত্র মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণ করবো। ই-মেইল- netrovisionbd@gmail.com