প্রবাহবার্তা ডেস্ক :এ বড় অস্থির সময়। প্রতিটি মানুষই নিজের মতো করে লড়াই করছেন। কেউ লড়ছেন শরীরকে নিয়ে, কেউবা পরিস্থিতির সঙ্গে। আর এই লড়াইয়ে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি মনকে। সেই মনের কথাই বললেন মিমি চক্রবর্তী। তিনি বললেন, মানুষ একে অপরকে প্রশ্ন করে, কেমন আছে সে? সেই প্রশ্নের উত্তরে সকলেই বলেন ‘ভাল আছি আমি’। কিন্তু সত্যিই কি ভাল আছেন উত্তরদাতা? আর তিনি যদি ভাল নাও থাকেন, তাঁর মনের কথা, ভয়ের কথা শুনতে কি চান বাকিরা? মিমির বক্তব্য এখনও এই সমাজে মনের সমস্যাকে গুরুত্ব দেওয়া হয় না। অভিনেত্রীর প্রশ্ন কেন গুরুত্ব দেওয়া হয় না? আর আমরাও মানুষের মনের কথা শুনতে চাই না কেন? মেন্টাল হেলথ মান্থে মিমি সুতীব্র কন্ঠে বলেছেন এবার থেকে সমাজের প্রতিটি মানুষের উচিত মানসিক সমস্যাকে গুরুত্ব দেওয়া। এই সমস্যায় ভোগা মানুষগুলোর কথা শোনা। আমরা যতই অগ্রাহ্য করি না, এধরনের সমস্যা আমাদের সমাজে আছে। শুধু শোনার লোকের অভাব। সেই অভাবটুকুই আমাদের পূরণ করতে হবে। মানুষকে ভালবাসতে হবে।