মোঃ ইব্রাহিম হোসেনঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকিদাতা’ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদঁকে গ্রেপ্তারের দাবিতে রাজধানী ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক লীগের সংগ্রামী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক লীগ। সোমবার (২২ মে) বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে দিয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এমন বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছেন বাংলাদেশ কৃষক লীগের নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি-জামাত। শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র করা হয় তাহলে তাদের রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এ সময় কৃষক লীগের নেতাকর্মীরা চাঁদকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ও নগর কৃষক লীগের নেতৃবৃন্দ