দৈনিক প্রবাহবার্তা অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাসাইল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে ‘স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) সকালে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র অফিসার মোঃআজিজুল হক,উপজেলা সহকারি কমিশনার (ভূমি)আরিফুন্নাহার রিতা,এ সময় আরো উপস্থিত ছিলেন বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আল মামুন,কাশিল ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী মিয়া প্রমুখ।
উল্লেখ্য,উপজেলা পরিষদ চত্বরে ১৬ ফেব্রুয়ারি দিনব্যাপি মোট ১৫টি প্রতিষ্ঠান তাদের ষ্ট্রলে স্থানীয় ভাবে তাদের উদ্ভাবিত প্রযুক্তির বিভিন্ন আইটেম প্রদর্শর্নীতে উপস্থাপন করেন।
প্রদর্শনীর উদ্বোধন শেষে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম এসব ষ্ট্রল ঘুরে ঘুরে দেখেন এবং নিজস্ব উদ্ভাবনী প্রযুক্তি দ্বারা তৈরী এসব পণ্যের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে স্কুল ও কলেজ ছাত্র ছাত্রীদের তৈরী পণ্যে প্রযুক্তির অভাবনীয় ব্যবহারে বিস্ময় প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।