এ এম ফাহাদ : খাগড়াছড়ি জেলা সদরের শালবন মুক্তিযোদ্ধ্যা পল্লি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মোঃ মান্নান খাঁন নামক এক ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার শালবন মুক্তিযোদ্ধ্যা এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন। ভ্রাম্যমান আদালতের অভিযানে মোঃ মান্নান খানকে অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ এরফান উদ্দিন বলেন, এ ধরনের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।