দৈনিক প্রবাহবার্তা রুপম রুহুল : টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলাধীন ১০নং রসুলপুর ইউনিয়নের ইউপি নির্বাচনে গত ২৯ ডিসেম্বর টানা ২য় বারের মতো ৩নং ওয়ার্ড মোমিনপুর-গড়ানচালা এলাকার মেম্বার নির্বাচিত হোন মো: মর্তুজ আলী। নির্বাচনে উক্ত ওয়ার্ডে দুজন মেম্বারপ্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেন। রসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের চেয়েও প্রতিদ্ধন্ধিতাপূর্ণ নির্বাচন হয় ৩নং ওয়ার্ডে। ফুটবল মার্কা প্রতীক নিয়ে ১ম বারের মতো নির্বাচন করেন আ: মালেক মিয়া এবং অপরদিকে রানিং মেম্বার মো: মর্তুজ আলী মোরগ মার্কা প্রতীকে নির্বাচন করেন। তীব্র প্রতিদ্ধন্ধিতাপূর্ণ নির্বাচনে শুরু থেকেই ভোটার এবং সমর্থকদের মধ্যে উত্তেজনা এবং প্রচারনায় উৎসাহ- উদ্দিপনা পরিলক্ষিত হয়। কোন কোন পরিবারের মধ্যে সমর্থন দুই দিকে চলে যায়। প্রচার প্রচারনা শেষে ইভিএম পদ্ধতিতে প্রথমবারের মতো ভোট দেয় এলাকাবাসী। শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনে অংশ নিতে পেরে ২৯ ডিসেম্বর এলাকাবাসীর ঘরে ঘরে উৎসবের আমেজ বিরাজ করে। নির্বাচনে মোরগ মার্কা মাত্র ৬৩ ভোটের ব্যবধানে ফুটবল প্রতীককে পরাজিত করে টানা ২য় বারের মতো ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হোন মো: মর্তুজ আলী। নির্বাচনে বিজয়ী হবার পর এলাকাবাসী ২য় বারের মতো নির্বাচিত মেম্বারকে একটি নতুন বাইক কিনে উপহার স্বরুপ দেন। সাধারণত বর্তমান নির্বাচনগুলোতে অংশগ্রহনকারী প্রার্থীদের টাকা কিভাবে খরচ করানো যায় তারই যেন প্রতিযোগিতা হয় সারা দেশ জুড়ে কিন্তু ঘাটাইলের মোমিনপুরে তার ব্যতিক্রম। নির্বাচিত প্রার্থীকে সম্মান জানানো এবং তিনি যাতে তার সেবা প্রদানের জন্য সহজে সবার নিকট যাতায়াত করতে পারেন সেই কথাকে মাথায় রেখে একটি বাইক কিনে দেন এলাকাবাসী। মর্তুজ আলী মেম্বারের কর্মী সমর্থকগন যে যার সামর্থ্যমতো, স্বদিচ্ছায় বাইক কেনার জন্য ফান্ড কালেকশনে অংশ নেন। বিষয়টি সুস্থ্য ধারার রাজনৈতিক চিন্তা এবং বিকাশে অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দকে প্রভাবিত করবে বলে এলাকাবাসীর ধারনা। ১০ ই জানুয়ারী এলাকাবাসীকে নিয়ে মোরগ মার্কার বিজয় মিছিল এবং গণভোজের আয়োজন করেছে মর্তুজ আলী মেম্বার। সেখানে ঘাটাইল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ এলাকাবাসীর স্বতস্ফুর্ত অংশগ্রহন রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত করবে বলে সংশ্লিষ্ট সকলের অভিমত।