রামগড়ে ভিডব্লিউবি প্রোগ্রাম এর কার্ড বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

রামগড়ে ভিডব্লিউবি প্রোগ্রাম এর কার্ড বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

এ এম ফাহাদ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত ভালনারেবল উইমেন বিনিফিট (ভিডব্লিউবি) ২০২৩-২০২৪ প্রোগ্রাম এর ৬শত ১৯টি কার্ড হস্তান্তর, ৪৬ জনকে আর্থিক অনুদান,চাল বিতরণ ও কৃর্তি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ (মঙ্গলবার) দুপুর ১১ টার সময় ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর এর সভাপতিত্বে এসময় উইমেন বিনিফিট কার্ড হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সহ -সভাপতি ও জেলা পরিষদ এর সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা আওয়ামীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য জেলা পরিষদ এ্যাডভোকেট আশুতোশ রোয়াজা,জেলা আওয়ামীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদস্য জেলা পরিষদ শতরুপা চাকমা,জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদ্য শুভ মঙ্গল চাকমা,জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা প্রমুখ। এছাড়াও রামগড় উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোস্তফা হোসেন,উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন,সহ উপজেলা আওয়ামীলীগ ও ২নং পাতাছড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর অঙ্গ সহযোগী সংঘটনের নেতৃবৃন্দ ও কার্ড উপকার ভোগীরা” ইউপি সদস্য বৃন্দ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

শিল্প-সংস্কৃতির প্রতি অসম্ভব ভালোবাসা ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এ ভালোবাসা থেকেই বঙ্গবন্ধু যখন প্রাদেশিক সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ছিলেন তখন ১৯৫৭ সালের ৩ এপ্রিল তার দূরদর্শিতায় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠার বিল আনা হয়। প্রতিষ্ঠিত হয় আজকের বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)।

সিনেমা অঙ্গনকে ভালোবেসে এদেশের চলচ্চিত্রের উন্নয়নে আমৃত্যু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। শুধু তাই নয়, তিনি নিজেও সিনেমাতে অভিনয় করেছেন। বঙ্গবন্ধু অভিনীত সিনেমাটির নাম ‘সংগ্রাম’। ছবিটি পরিচালনা করেন প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম।

মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘সংগ্রাম’। এতে ছোট্ট এক ভূমিকায় হাজির হয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। সে সময়ের চিত্রনায়ক কামরুল আলম খান খসরু ও চাষী নজরুল ইসলামের অনুরোধে ছোট্ট ওই চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলেন বঙ্গবন্ধু।

ছবির চিত্রনাট্যের শেষ দিকে ছিল, মুক্তিযুদ্ধের পর সদ্য স্বাধীন দেশের সামরিক বাহিনী বাঙালির মুক্তি সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্যালুট করছে। এই দৃশ্য কীভাবে ধারণ করা যায় সে নিয়ে চিন্তায় পড়েছিলেন পরিচালক চাষী নজরুল ইসলাম। একপ্রকার দুঃসাহস নিয়ে বঙ্গবন্ধুকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়ে বসেন ছবিটির নায়ক খসরু। কিন্তু বঙ্গবন্ধু প্রথমে রাজি হননি। পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মান্নানকে দিয়ে সুপারিশ করিয়ে অভিনয়ের জন্য তাকে রাজি করানো হয়।

‘সংগ্রাম’ ছবিটিতে নাযক ছিলেন খসরু আর নায়িকা সূচন্দা। ছবিটি ১৯৭৪ সালে মুক্তি পায়।

বঙ্গবন্ধু যে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন