এ এম ফাহাদ (খাগড়াছড়ি): ১০ বছর পূর্তি ও ১১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আপনার চ্যানেল স্লোগানে প্রচারিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৮ জানায়ারী (বুধবার) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, প্রশাসনিক, রাজনৈতিক ব্যাক্তি, সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কেক কাটেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক। এ সময় উপস্থিত ছিলেন গেমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা জয়, জাতীয় সাংবাদিক সংস্থা মাটিরাঙ্গা শাখার সভাপতি এস এম কামাল, সাংগঠনিক সম্পাদক এ এম ফাহাদ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান আমান, ও সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক ব্যাক্তিবর্গ। এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় প্রশংসা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক তিনি আগামী দিনগুলোতে এশিয়ান টিভির সাফল্য কামনা করেন। এ সময় অন্যান্য অতিথিবৃন্দ এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং এশিয়ান টিভির মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেনকে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী ও ১১ বছরে পদার্পণ ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহে বিশেষ অবদান রাখায় মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এশিয়ান টিভির ১১ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় এশিয়ান টিভির মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন উপস্থিত সকল অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।