মিন্টু কান্তি নাথঃ রাঙ্গামটির কাপ্তাই নতুনবাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে জয়নাল আবেদীন ও সম্পাদক পদে বাঘ প্রতিক নিয়ে মোঃ করিম উদ্দিন বিজয়ী হয়েছেন। গত মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী) ভোট শেষে রাত ১২ টায় সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্ত নাদিরা বেগম ও সদস্য সচিব বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউসুফ মিয়া এই ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য একরামুল হক ফলাফল ঘোষণায় সহায়তা করেন। সভাপতি পদে জয়নাল আবেদীন তাঁর একমাত্র প্রতিদ্বন্ধী কাজী শামসুল ইসলাম আজমীরকে পরাজিত করে পর পর দুই বার সভাপতি পদে নির্বাচিত হন। এদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী মোঃ করিম উদ্দিন এর বিপরীতে আরোও ৪ জন প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত ফলাফলে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি ,মো.মহিউদ্দিন(হারিকেন) ও মোঃ মোফাজ্জল হোসেন স্বপন( টেবিল) যুগ্ম সম্পাদক পদে মো.সাদ্দাম হোসেন(হাতি) সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ ইলিয়াছ(চশমা), অর্থ সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম(হাত পাখা) এবং কার্যকরী সদস্য পদে বিজয়ী ৫ জন হলেন , মো.কুতুব উদ্দিন(হরিণ) , মোঃ মোকারম( মাছ), মো. আব্দুল লতিফ(খেজুর গাছ), মোঃ ইয়াছিন আলম(ডাব) ও আনোয়ারুল আজিম রাজু( দেওয়াল ঘড়ি) এর আগে মঙ্গলবার বিপুল উৎসাহ উদ্দীপনা এ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে একটানা ভোট গ্রহন সম্পন্ন হয়। এতে ১২ টি পদে মোট ২৪ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে সর্বমোট ভোটার ছিলেন ৫ শত ৬ জন। ছবি ও ক্যাপশন- কাপ্তাই নতুনবাজার সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক